ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন জাপানের ইয়োশিনোরি ওহশুমি

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ৩ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:৪৪ পিএম, ৩ অক্টোবর ২০১৬ সোমবার

অটোফাজি আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন জাপানের ইয়োশিনোরি ওহশুমি। সোমবার নোবেল কমিটি তার নাম ঘোষণা করেন। তার আবিষ্কারের মধ্য দিয়ে কান্সারসহ বিভিন্ন স্নায়ুরোগের কারনে শারিরীক পরিবর্তনগুলো আরো সূক্ষ্মভাবে জানা সম্ভব হবে। ইয়োশিনোরি ওহসুমি। জাপানের নাগরিক। চিকিৎসা বিজ্ঞানের জগতে নতুন যুগের সূচনা করেন তিনি। আবিষ্কার করেন অটোফাজি নামে প্রক্রিয়া। আর এ আবিষ্কারই তাকে এনে সর্বোচ্চ সম্মাননা। চিকিৎসা বিজ্ঞানে এ বছর নোবেল পুরষ্কারটি তিনিই পাচ্ছেন। মানুষের শরীরের কোষগত উপাদানের ভাঙন ও তা পুনর্ব্যবহারযোগ্য করার প্রক্রিয়ার নাম অটোফাজি। অন্যভাবে বললে, অকোজো জিনের নিজে থেকে ধ্বংস হয়ে যাওয়ার নাম অটোফাজি। এর কারণে ক্যান্সার, পারকিনসন্সসহ বিভিন্ন স্লায়ুরোগে আক্রান্ত হয় মানুষ। জাপানী অধ্যাপক ইয়োশিনোরি, অটোফাজি প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী জিন শনাক্ত করেন। আর এসব জিনে কোনও সমস্যা হলে কিভাবে রোগ সৃষ্টি হয় তাও দেখান। তার গবেষণার মধ্য দিয়ে স্নায়ুজনিত ওই সব রোগে শরীরে কী ধরনের পরিবর্তন হয়, তা বোঝা সম্ভব হবে। একইসঙ্গে ওইসব রোগের চিকিৎসার ক্ষেত্রে এটি যুগান্তকারী ভূমিকা রাখবেন বলে মনে করছেন বিজ্ঞানীরা।