দুদকের আইনজীবী কাজলের শ্বশুরের বাড়ি উচ্ছেদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

বুড়িগঙ্গা তীরে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে ভেঙে দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের শ্বশুরের বাড়ি।
বুধবার কামরাঙ্গীরচরের ঝাউচরে তিন তলা বাড়িটি ভাঙার আগে উপস্থিত হন কাজল। কিন্তু তিনি বাড়িটির জমির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বাড়িটি ভেঙে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, ‘ভবনটি অবৈধভাবে উঠানো হয়েছিল। ভবনটির মালিক মোশাররফ হোসেন কাজল ভাঙ্গার সময় তিনি উপস্থিত ছিলেন। কিন্তু কোনো ভ্যালিড কাগজপত্র দেখাতে পারেননি।’
দুদকের আইনজীবী কাজল জানান, এই সম্পত্তিটি তার শ্বশুরের ছিল। এটি ১৯৬১ সালে কেনা। এটা অবৈধ না, সব ধরনের দলিলপত্র আছে। কোনো ধরনের নোটিস ছাড়া এবং কাগজপত্র না দেখেই এটা ভেঙে ফেলে।।’
বিআইডব্লিউটিএ’র পদক্ষেপকে ‘বড় ধরনের অত্যাচার’ আখ্যায়িত করে উচ্ছেদ অভিযান পরিচালনাকারী নির্বাহী হাকিমের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন দুদকের আইনজীবী কাজল।
তিনি বলেন, “নদী তীরের সীমানা নির্ধারণ না করেই এটা করা হয়েছে। একটা বেকুব ম্যাজিস্ট্রেট কাজটা করেছে। পাশেই একটা বিল্ডিং আছে, সেটা ভাঙা হয় নাই। কারণ সেটা বিআইডব্লিউটিএর একজন ইঞ্জিনিয়ারের বিল্ডিং ছিল।’
বাড়ি ভাঙার বিষয়ে ক্ষতিপূরণের মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি।
আদালতের নির্দেশে বুড়িগঙ্গা তীরে অবৈধভা দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। বুধবারের অভিযানে বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। আগে দুই দফায় ছয় দিনে ভাঙা হয়েছিল ১২শ` স্থাপনা। এর মধ্যে পাকা ভবন ১০৭টি, আধাপাকা ভবন ১২১টি, স’মিল ৮০টি, কারখানা ৮টি, টিনের ঘর ও টংঘর ৮৮৩টি।