ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

দেশে ফিরলেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

সিঙ্গাপুর হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল বুধবার রাত ১০টা ৪০ মিনিটে দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে বহনকারী বিমান রাতে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী একেএম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, আইজিপিসহ কূটনৈতিক এবং সিনিয়র কর্মকর্তারা।
সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেধ হাসপাতালে ছয়দিন অবস্থানকালে স্বাস্থ্য ও চোখের পরীক্ষা করেন রাষ্ট্রপতি।
সিঙ্গাপুর বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান।
গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন।

এসএ/