ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

বিসিআইসি’র বাফা’র গোডাউনের প্রায় সাড়ে ৫শ মেট্রিক টন ইউরিয়া সারের হদিস নেই

প্রকাশিত : ০১:০১ পিএম, ৪ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:০১ পিএম, ৪ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

ঝিনাইদহে বিসিআইসি’র বাফা’র গোডাউনের প্রায় সাড়ে ৫শ মেট্রিক টন ইউরিয়া সারের হদিস মিলছে না। ঘটনার ৫ মাস পর সম্প্রতি এ খবর ফাঁসে উদ্বেগ জানিয়েছে কৃষকরা। সার কোথায় গেল, তার কোন খোঁজ নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। বিসিআইসির কর্মকর্তারা গোপনে তদন্ত করলেও তা আলোর মুখ দেখেনি। ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর, এই ৪ জেলায় কৃষকদের ইউরিয়া সার সরবরাহ করা হয় কালীগঞ্জের বিসিআইসি বাফার সরকারী গোডাউন থেকে। বর্তমানে মজুদ আছে ৫ হাজার ৩শ’২৭ মেট্রিক টন ইউরিয়া। সম্প্রতি জানা যায়, চলতি বছরের এপ্রিল থেকে ৫শ’ ৪৭ মেট্রিক টন ইউরিয়া সারের হদিস পাচ্ছে না কর্তৃপক্ষ। এতদিন খবরটি গোপন রেখে ঘাটতির বিষয়ে তদন্ত চালানো হয়েছে। তবে সারের খোঁজ মেলেনি। ঘটনায় ক্ষোভ জানিয়েছেন কৃষকরা। সারের হিসাব না মেলার দায় নিতে চাইছেন না গোডাউন সংশ্লিষ্টরা। বলছেন, গোডাউনের দায়িত্বে থাকা আগের কর্মকর্তার সময়ে এসব গরমিল হয়ে থাকতে পারে। সরকারি গোডাউনে সার মজুদের স্বচ্ছতা নিশ্চিতে নজরদারি বাড়ানোরও দাবী জানিয়েছেন কৃষকরা।