ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

“বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও আগামী প্রজন্ম” শীর্ষক সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

নর্দান ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও আগামী প্রজন্ম’ শীর্ষক এক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ -এর স্থায়ী ক্যাম্পাসে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও আগামী প্রজন্ম’ শীর্ষক এক সেমিনার ও নবাগত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, বাংলাদেশ যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব মাইনুল হোসাইন খান নিখিল ও ট্রেজারার প্রফেসর ড. মোশাররফ এম. হোসাইন।

অনুষ্ঠানে মন্ত্রী নুরুজ্জামান বলেন, ‘সুনাগরিক সৃষ্টিতে শিক্ষার কোন বিকল্প নেই।’

তিনি সুনাগরিক প্রতিষ্ঠার ক্ষেত্রে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সমাজ উন্নয়নে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, অবিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।