ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর নিয়ে রাশিয়ার সাথে আলোচনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১:১৮ পিএম, ৪ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:১৮ পিএম, ৪ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

us-russiaসিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর নিয়ে রাশিয়ার সাথে আলোচনা স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো জানান, সিরিয়ায় সহিংসতা বন্ধে অস্ত্রবিরতি চুক্তির শর্তাবলি মানতে আন্তরিক নয় রুশ কর্তৃপক্ষ। রাশিয়া তার প্রতিশ্র“তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে এ ঘটনার আগে যুক্তরাষ্ট্রকে হুমকি উল্লেখ করে দেশটির সাথে উদ্ধৃত প্লুটোনিয়াম ধ্বংস করার চুক্তি স্থগিত করেছে রাশিয়া। এর ফলে দু’ দেশের মধ্যে চলমান বৈরি সম্পর্কের আরো এক ধাপ অবনতি হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।