ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড

প্রকাশিত : ০১:২০ পিএম, ৪ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:২০ পিএম, ৪ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

৭ই অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ফতুল্লায় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে আজ মাঠে নামবেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাসির হোসেন ও আল আমিন হোসেন। আফগানিস্তানের সঙ্গে দলে থাকলেও খেলা হয়নি নাসিরের। আজ নিজেকে প্রমানের সুযোগ রয়েছে মিস্টার ফিনিসার খ্যাত নাসিরের। তাছাড়া এ ম্যাচে অধিনায়কত্বও করবেন তিনি। প্রস্ততি ম্যাচে পেসার হান্টের আবিস্কার এবাদত হোসেন ও আলী আহম্মেদকে দেখা যেতে পারে প্রথম একাদশে। এদিকে প্রচন্ড গড়মে নিজেদের মানিয়ে নেয়াটাই মূল লক্ষ্য ইংলিশদের।