ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

পেনশন স্কিমের দাবিতে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

পেনশন স্কিম, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত কর্মস্থল দেওয়ার দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। শনিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে নির্মাণ শ্রমিকরা এই দাবি জানায়।

ইনসাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ পর্যালোচনা করে বলেন, বাংলাদেশের অভ্যন্তরে নির্মাণ শিল্পের সঙ্গে প্রায় ৪০ লাখ নির্মাণ শ্রমিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত। এমনকি বিশ্বের বিভিন্ন দেশেও লাখ লাখ নির্মাণ শ্রমিক কাজ করে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে। শ্রমিকদের এসব কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই সেক্টরে কাজ করতে এসে অনেককেই নিহত কিংবা আহত হয়ে সারাজীবনের জন্য পঙ্গু হয়। এছাড়া আমাদের দেশের শ্রমিকদের কাজের পরিবেশ কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়।

তিনি আরও বলেন, সরকারি, বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন যে স্থাপনাগুলো গড়ে তোলা হচ্ছে সেখান থেকে সামান্য অর্থ সরকারি উদ্যোগে সংগ্রহ এবং অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করে নির্মাণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় এনে শ্রম ও মন্ত্রণালয় কর্তৃক নির্মাণ শ্রমিকদের পেনশন স্কিম চালু করা হোক।

আরকে//