ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

খুলনায় পরিত্যক্ত অবস্থায় ৩২ টি গ্রেনেড উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামের কামাল সরদারের মৎস্য ঘেরে রোববার সকালে শ্রমিকরা মাটি কাটছিল। মাটি কাটার সময় শ্রমিকরা পরিত্যক্ত অবস্থায় কাঠের বাস্ক ভর্তি ৩২ টি হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়ে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে এলাকা ঘিরে রেখেছে। এলাকাবাসীর ধারনা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় থেকে সম্ভবত এগুলো এখানে ছিল। সে সময় থেকে এখানে পরিত্যক্ত অবস্থায় মাটির নীচে রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে কালাম সরদারের ঘেরে শ্রমিকরা মাটি কেটে ঘেরে বাঁধ দিচ্ছিল। এ সময় শ্রমিকরা মাটির এক ফুট নিচে ৩২ টি গ্রেনেড দেখতে পায়।

থানা পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে এগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেনেডগুলি ঘটনাস্থলে ছিল।

আরকে//