ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

জ্বরে কাবু লাভলু, হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাবলু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শনিবার জ্বর আরও বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
লাবলুর পরিবার সূত্রে জানা যায়, প্রথমে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, লাবলুর রক্তের প্লাটিলেট কমে গেছে। পরে রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।
এ বিষয়ে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক গণমাধ্যমকে জানান, লাবলুর শারীরিক অবস্থা অতটা গুরুতর নয়। চিকিৎসক জানিয়েছেন আতঙ্কের কিছু নেই।
উল্লেখ্য, সালাউদ্দিন লাবলু অসংখ্য জনপ্রিয় বাংলা নাটকের নির্মাতা ও অভিনেতা। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে- ব্যস্ত ডাক্তার, গরুচোর, ভবেরহাট, ঢোলের বাদ্য, আলতা সুন্দরী, ডাক্তার ও ঘর কুটুম।
এসএ/