জুলহাজ-তনয় হত্যা মামলা
তদন্ত প্রতিবেদন ১৯ মার্চ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার ঘটনায় হত্যা ও অস্ত্র আইনের দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে। আগামী ১৯ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার মামলা দুইটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান শরিফ প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র মামলা দায়ের করেন।
এসএ/