ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

বিসিকের নতুন চেয়ারম্যান মোশতাক হাসান  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

মো. মোশতাক হাসান, এনডিসি বৃহস্পতিবার বিসিকে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। তিনি অতিরিক্ত সচিব। মোশতাক হাসান ময়মনসিংহ জেলার ত্রিশালে ১৯৬২ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালের বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিয়মিত ব্যাচের একজন কর্মকর্তা।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৪ সালে বিএসসি ফিসারিজ (সন্মান), ১৯৮৫ সালে এমএসসি ইন একুয়াকালচার এন্ড ম্যানেজমেন্ট-এ স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিকে যোগদানের পূর্বে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ (উন্নয়ন) মাঠ পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন । মোশতাক হাসান ১ (এক) পুত্র সন্তানের জনক ।

এসএইচ/