ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

শিক্ষকদের মূল্যায়ন ও মর্যাদা উন্নয়ন জোরদারের দাবী, কওমী মাদরাসা শিক্ষাসনদের স্বীকৃতির দাবী

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ৫ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৫:২৯ পিএম, ৫ অক্টোবর ২০১৬ বুধবার

শিক্ষকদের মূল্যায়ন ও মর্যাদা উন্নয়ন জোরদারের দাবী জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এদিকে কওমী মাদরাসা শিক্ষাসনদের স্বীকৃতির দাবী জানিয়েছে কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ। বুধবার সকালে ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আলাদা সংবাদ সম্মেলনে সংগঠন দুটি এই দাবী জানায়। এসময় বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি আবদুর রশীদ বলেন, রাষ্ট্রযন্ত্রকে শক্তিশালী করতে শিক্ষকদের মুল্যায়ন নিশ্চিত করতে হবে; এজন্য প্রয়োজন সদিচ্ছা। এদিকে আরেক সংবাদ সম্মেলনে কওমী মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতির দাবীতে আগামী ১৩ ও ১৪ তারিখ প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানববন্ধন, গণসংযোগ ও গোলটেবিল বৈঠকের কর্মসূচি দিয়েছে কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ।