ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

দুই মাসের জন্য মাছ ধরা বন্ধ থাকায় ভোলায় বেকার হয়ে পড়েছেন লাখখানেক জেলে

প্রকাশিত : ০১:৩১ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৬ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

দুই মাসের জন্য মাছ ধরা বন্ধ থাকায় ভোলায় বেকার হয়ে পড়েছেন লাখখানেক জেলে। অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছে তাদের। জেলেদের অভিযোগ, বরাদ্দ করা চালও জুটছে না অনেকের ভাগ্যে। ফলে দাদনের দায় নিয়ে অসহায় জেলেদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। bholaঅলস বসে আছেন জেলে আর তাদের নৌকা গুলো। মাত্র কদিন  আগেও জাল নৌকা নিয়ে সারাদিন ব্যস্ত থাকতেন তারা। হাকডাকে জমজমাট ছিলো ভোলার মৎস্যঘাট। কিন্তু মার্চ-এপ্রিল ভোলার  ইলিশা থেকে চরপিয়াল ও ভেদুরিয়া থেকে পটুয়াখালির চররুস্তম এলাকা মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। তাই সব ধরনের মাছ ধরা ও জাল ফেলায় নিষেধাজ্ঞা জারী করেছে মৎস্য বিভাগ। মাছ ধরা বন্ধ থাকায়  বেকার জেলে পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ। জেলে পুর্নবাসনে এসময় সরকারি দপ্তর থেকে চাল দেয়া হলেও, তা অনেক জেলের কাছে পৌছায়না বলে অভিযোগ। তবে মৎস্য কর্মকর্তা বললেন জেলেদের চাল দেয়া হবে। শুধু আশ্বাস আর প্রতিশ্র“তি নয়, কথা ও কাজের বাস্তবায়ন চান ভুক্তভোগীরা।