ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

গাজীপুরে দুর্বৃত্তের হামলায় প্রবাসী যুবক নিহত

প্রকাশিত : ০২:১৩ পিএম, ৬ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:১৩ পিএম, ৬ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার

গাজীপুরের টঙ্গীতে দেলোয়ার হোসেন নামের এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের স্বজনরা জানায়, গত মাসে মালয়েশিয়া থেকে দেশে আসার পর থেকে দেলোয়ারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করছিলো সন্ত্রাসীরা। চাঁদা না দেয়ায় সকালে গাজীপুরের এরশাদনগর এলাকায় দেলোয়ারকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।