ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ১১:১২ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর চকবাজার থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন,অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চকবাজারের আগুনে নিহত ৬৭ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত করা গেলেও শনাক্ত না হওয়া ২২ জনের মরদেহ ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি। শনাক্ত হওয়া ৪৫ জনের মধ্যে ৪০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে ১৪ জনকে আজিমপুর কবরস্থানের দাফন করা হয়েছে।

অগ্নিদগ্ধদের মধ্যে যে নয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন,তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

টিআর/