যাত্রাবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ০১:২২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হযরত আলী (৩৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর পার গেণ্ডারিয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১১ পিস ইয়াবা, অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত হযরত আলীর বিরুদ্ধে ৪০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে এবং তার স্ত্রী রহিমা কুখ্যাত মাদক বিক্রেতা। বর্তমানে তার স্ত্রী ভারতে পলাতক রয়েছেন।
ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, বৃহস্পতিবার রাতে কিছু সন্ত্রাসী পার গেণ্ডারিয়া এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুঁলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়ে। এতে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন শনাক্ত করে সে কুখ্যাত মাদক বিক্রেতা হযরত আলী।
একে//