ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ব্রাজিল

প্রকাশিত : ১১:৫৬ এএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ১১:৫৬ এএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেন নেইমার। ১১ মিনিটে প্রথম গোলটি করেন এই তারকা ফুটবলার। ২৬ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ফিলিপ কুতিনহো। আর ৩৯ মিনিটে দলের তৃতীয় গোলটি আসে ফিলিপ লুইসের কাছ থেকে। প্রথমার্ধের শেষ মুর্হুতে গ্যাব্রিয়েল জেসুস গোল করলে ৪-০তে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে একটিমাত্র গোল করেন মিডফিল্ডার রবার্তো ফিরমিনো। শেষ পর্যন্ত আর গোল না হলে ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।