ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

তৃতীয় কাবাডি বিশ্বকাপ শুরু হয়েছে আজ

প্রকাশিত : ১১:৫৬ এএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ১১:৫৬ এএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার

আজ থেকে ভারতের আহমেদাবাদে শুরু হয়েছে তৃতীয় কাবাডি বিশ্বকাপ। স্বাগতিক ভারতসহ এই আসরে অংশ নিচ্ছে মোট ১২টি দেশ। রয়েছে বাংলাদেশ কাবাডি দলও। সর্বশেষ ২০০৭ সালে ভারতের মহারাষ্ট্রে বসেছিলো কাবাডি বিশ্বকাপের আসর। সেবার ৩৩ দেশের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছিলো বাংলাদেশ পুরুষ কাবাডি দল। এবারের আসরে ১২ দেশ দু’টি গ্র“পে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্র“পে রয়েছে স্বাগতিক ভারত, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আর ‘বি’ গ্র“পে রয়েছে ইরান, থাইল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র, কেনিয়া ও পোল্যান্ড।