ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

ডাকসু নির্বাচন

শোভন-রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগের প্যানেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার | আপডেট: ১০:১৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

রেজওয়ানুল হক শোভন ভিপি ও গোলাম রাব্বানীকে জিএস প্রার্থী রেখেই ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল হচ্ছে বলে আওয়ামী লীগের এক নেতা নিশ্চিত করেছেন। সংগঠনের দুই শীর্ষ নেতার পর এজিএস পদে প্রার্থী হচ্ছেন সাদ্দাম হোসাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সম্ভাব্য প্যানেল নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান এখবর নিশ্চিত করেন।

ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রলীগের কার্যকম তত্ত্বাবধানে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্তদের অন্যতম আখতারুজ্জামান নিজেও ডাকসুতে ভিপি ও জিএস ছিলেন।

তিনি বলেন, “ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এজিএস পদে ডাকসুতে ছাত্রলীগের প্যানেল থেকে লড়বেন।”

প্যানেল আর কে কে থাকছেন- জানতে চাইলে আর কিছু বলতে রাজি না হয়ে আখতারুজ্জামান বলেন, “আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগ নেতারা তা প্রকাশ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি পদে লড়তে পারেন বলেও জানান আখতারুজ্জামান। সঞ্জিত ইতোমধ্যে এক ফেইসবুক পোস্টে শোভন, রাব্বানী ও সাদ্দামকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচনও হবে।