ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

১৮৫ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস অধিদপ্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার | আপডেট: ০৩:৫৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে পাঁচটি পদে ১২৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, মাস্টার ড্রাইভার, স্পিডবোট ড্রাইভার এবং পরিচ্ছন্নতাকর্মী। পদগুলোতে মোট ১৮৫ জনকে নিয়োগ দেবে।

যোগ্যতা

যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম আষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন অথবা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও সনদপত্রধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে কম্পিউটার কম্পোজ করে প্রার্থীর নিজ হাতে স্বাক্ষরসহ আবেদনপত্র সাথে নিয়ে উপস্থিত হতে হবে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েবসাইটে http://fireservice.gov.bd।  

আবেদনের সময়সীমা

ঢাকা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের জন্য আগামী ৬ মার্চ, ২০১৯ এবং খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের জন্য আগামী ৭ মার্চ, ২০১৯ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় সকাল ৮টার মধ্যে উপস্থিত হতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

তথ্যসূত্র : কালেরকণ্ঠ, ২০ ফেব্রুয়ারি ২০১৯