ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় সেনা কমান্ডোদের হাতে নিহত মাহাদীর ওরফে মাজিদুল ওরফে পলাশ আহমেদের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার পতেঙ্গা মডেল থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম বিমানবন্দরের সিভিল এভিয়েশনের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার।

সন্ত্রাসবিরোধী আইন ২০১২ এর ৬ তৎসহ বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন, ১৯৯৭ এর ১১(২)/১৩(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এদিকে, বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটির পরিচালক (পরিকল্পনা) মাহবুব জাহান খানকে প্রধান করে এ কমিটি করা হয়।

এ কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অপরদিকে, নিহত মাহাদীর ওরফে মাজিদুল ওরফে পলাশ আহমেদের মরদেহ শনাক্তে চট্টগ্রামে গেছেন তার বাবা পিয়ার জাহান।

গতাকাল সোমবার রাতে সোনারগাঁও সদর উপজেলার পিরিজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রাম থেকে তাকে নিয়ে রওনা দেয় পুলিশ।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পলাশের লাশ শনাক্তের জন্য বাবাকে চট্টগ্রামে নেয়া হচ্ছে। পতেঙ্গা থানা পুলিশের হেফাজতে যাচ্ছেন তিনি।

 

এসএ/