ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

আজ দুর্গোৎসবের মহাসপ্তমী

প্রকাশিত : ০১:০৪ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০২:৪৪ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। শনিবার সকালেই শুরু হয় দেবী দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান আর প্রসাদ গ্রহন। এর আগে দেশের অন্যান্য স্থানের মতো শুক্রবার শ্রীমঙ্গল যুব পূজামন্ডপে ষষ্ঠীপূজা শেষে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। পরে ঢাকের তালে তালে আহ্বান জানানো হয় দেবীকে। সাতক্ষীরার সাতটি উপজেলায় ৫শ’ ৬৮টি মন্ডপে চলছে পূজা অর্চনা। বাগেরহাটে সাড়ম্বরে হচ্ছে দুর্গাপূজা। ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পূজা মন্ডপগুলো।