ইসলামী ব্যাংক আই-ব্যাংকিং ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাসব্যাপী আই-ব্যাংকিং ক্যাম্পেইনের ধানমন্ডি শাখার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শাখাপ্রাঙ্গণে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. শফিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ধানমন্ডি শাখাপ্রধান বসির আহাম্মদ। এ সময় ব্যাংকের গ্রাহক এবং ঢাকা সেন্ট্রাল জোন ও ধানমন্ডি শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ক্যাম্পেইনের আওতায় ইসলামী ব্যাংক আই-ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ আই রিচার্জকারী, ফান্ড ট্রান্সফার ব্যবহারকারী, আইপেসেইফ ব্যবহারকারী ও ইউটিলিটি বিল প্রদানকারীরা পুরস্কৃত হয়েছেন।
আরকে//