ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

ঢাকা উত্তরের নির্বাচনে বন্ধ থাকছে স্টার সিনেপ্লেক্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অধিভূক্ত এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। যার ফলে উক্ত এলাকার সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিতসহ সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ঢাকার পান্থপথস্থ বসুন্ধরা সিটি শপিং মল উত্তর সিটি কর্পোরেশনের অধিভূক্ত হওয়ায় এখানে অবস্থিত স্টার সিনেপ্লেক্সও এ দিন বন্ধ থাকবে। তবে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত স্টার সিনেপ্লেক্স ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভূক্ত হওয়ায় এটি খোলা থাকবে বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

২৯ ফেব্রুয়ারি থেকে যথারীতি সবগুলো শাখা চালু থাকবে বলেও জানান তিনি।

আরকে//