টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রাফায়েল নাদাল
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ১২:৫৯ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার
চায়না ওপেন টেনিসে কোয়াটার ফাইনালের লড়াইয়ে গ্রিগা দিমিত্রভয়ের সাথে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রাফায়েল নাদাল ।
বেইজিং অলিম্পিক গ্রীন টেনিস সেন্টারে রাফায়েল নাদালের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছেন বুলগেরিয়ার গ্রিগা দিমিত্রভ। প্রথম সেটে ৬-২ ব্যবধানে এগিয়ে যান দিমিত্রভ। পিছিয়ে থেকে দ্বিতীয় সেটে ঘুড়ে দাড়াতে চাইলেও শেষ পর্যন্ত পেরে উঠেননি স্প্যানিশ টেনিস আইকন নাদাল। দ্বিতীয় সেটেও ৬-৪ ব্যবধানে হেরে যান তিনি। সেই সাথে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন শিরোপা প্রত্যাশি দিমিত্রভ। শেষ চারের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ হিসেবে থাকবে কানাডিয়ান মিলোস রাওনিক।