ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘন্টা পরই সমুদ্রে কয়েকটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:৪৫ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

n koriaজাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘন্টা পরই সমুদ্রে স্বল্পমাত্রার কয়েকটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিন কোরিয়ার এক রাষ্ট্রীয় মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০ টায় উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওনসান থেকে ক্ষেপনাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। তবে এগুলো ঠিক কি মাত্রার ছিল তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে হাইড্রোজেন বোমার পরীক্ষার জেরে দেশটির উপর সর্বসম্মতিক্রমে গেল দুই দশকের মধ্যে সবচেয়ে কঠোর অবরোধ আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গেল জানুয়ারীতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হুমকি-ধামকির মধ্যেই হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া।