ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

পাইলটকে নিরাপদে ফেরত দেওয়ার আহ্বান ভারতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ০৯:৪১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

পাকিস্তান থেকে ভারতের যুদ্ধ বিমানের পাইলট উইং কমান্ডার অভি নন্দনকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়েছে যে পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর একজন আহত ব্যক্তিকে `অশোভনভাবে` উপস্থাপন করেছে। পাশাপাশি পাকিস্তান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে।

দিল্লিতে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সৈয়দ হায়দার শাহকে তলব করার পর এই বিবৃতি দিয়েছে ভারত।

বিবৃতিতে তারা পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যেন আটককৃত পাইলটের যেন কোন ক্ষতি না হয়।

১৪ই ফেব্রুয়ারিতে পুলওয়ামায় ভারতীয় সেনাদের উপরে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তান উভয় তাদের প্রতিপক্ষ দেশের রাষ্ট্রদূতদের তলব করেছিল।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন।

এর আগে ভারত স্বীকার করেছে: তাদের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং একজন পাইলট নিখোঁজ আছেন, কিন্তু আমরা জানিনা কিভাবে আমরা উত্তর দিবো।

পাকিস্তান বলেছে তারা আলোচনায় বসতে প্রস্তুত আছে। বিবিসি বাংলা

এসি