ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

বিসিকের নতুন পরিচালক মুহাম্মদ আতাউর রহমান সিদ্দিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ গত ২৪  নতুন পরিচালক (প্রকল্প) হিসেবে মুহাম্মদ আতাউর রহমান সিদ্দিকী যোগদান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব।

মুহাম্মদ আতাউর রহমান সিদ্দিকী টাঙ্গাইল জেলার  কালিহাতি উপজেলায় ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালের বিসিএস ক্যাডারের ২২ তম ব্যাচের একজন কর্মকর্তা।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে ২০০০ সালে পুরকৌশল (সন্মান), ২০১৫ সালে পুরকৌশল (এনভায়রনমেন্টাল) স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন। বিসিকে যোগদানের পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিবসহ মাঠ পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।  মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী দুই কন্যা সন্তানের জনক।

কেআই/