ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

৫০ শতাংশের মতো ভোট পড়েছে: ইসি সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৫১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ৫০ শতাংশের মতো ভোট পড়েছে। আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে দুই সিটি নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

একইসঙ্গে তিনি বলেন,‘ঢাকা উত্তর সিটির মেয়র পদের উপনির্বাচন হওয়ার কারণে এবং মেয়র ও কাউন্সিলর পদের মেয়াদ এক বছর বাকি থাকায় এ নির্বাচনে ভোটার উপস্থিতি কম।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘তারপরেও আমি ধারণা করছিলাম ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি এবং সম্প্রসারিত ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে পঞ্চাশ শতাংশের মতো বোর্ড পড়তে পারে। তবে ঢাকার বাইরে পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ৭০ শতাংশের মতো ভোট পড়েছে।

উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে, বিশেষ করে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইসি সচিব আরও বলেন,‘আজ ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়াও দুইটি পৌরসভা এবং বেশ কয়েকটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবগুলো নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এসব নির্বাচনগুলো ছিল উৎসবমুখর।’

এ সময় ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন,

ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট প্রার্থী ৩৮২ জন। এরমধ্যে মেয়র পদে ৪ জন। দুই সিটিতে ৩৬টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট প্রার্থীর সংখ্যা ৩১০ জন। উত্তর দক্ষিণ সিটিতে ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৬৯ জন। এরমধ্যে ডিএনসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১৬ জন, সমসংখ্যাক ওয়ার্ডে ডিএসসিসিতে সাধারণ কাউন্সিলর প্রার্থী ১২৫জন।

অন্যদিকে ডিএনসিসি‘র ৬ সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৫ জন এবং ডিএসসিসিতে ২৪ জন। মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হলেও কাউন্সিলর পদে দলীয় স্বতন্ত্র প্রতীকে নির্বাচন হচ্ছে। ইতোমধ্যে ঢাকা উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ডিএনসিসি উপ-নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, ‘নৌকা’ প্রতীকে আওয়ামী লীগের আতিকুল ইসলাম; ‘লাঙ্গল’ প্রতীকে জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদ, ‘বাঘ’ প্রতীক নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) থেকে শাহিন খান, ‘আম’ প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান এবং ‘টেবিল ঘড়ি’ নিয়ে স্বতন্ত্র প্রার্থী নর্থ সাউথ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুর রহিম নির্বাচন করছেন।


টিআর/