ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

নাইজেরীয় নাগরিকসহ প্রতারক চক্রের ৮ সদস্য আটক

প্রকাশিত : ০৪:২২ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৪:২২ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইজেরীয় নাগরিকসহ প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, শুক্রবার রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরীর সামনে থেকে মেডিকেলসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল পরিবর্তন ও প্রশ্ন ফাঁস চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়া রাজধানীর বসুন্ধারা আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অর্থ জালিয়াত চক্রের নাইজেরীয় নাগরিকসহ ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি ডাচ-বাংলা ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে প্রতারণা করে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়।