ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩১

১৮ অক্টোবর সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ মিনিটের জন্য মানববন্ধন

প্রকাশিত : ০৪:২০ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৪:২০ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার

সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলতে ১৮ অক্টোবর সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ মিনিটের জন্য মানববন্ধনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে জানাতে <ংঃৎড়হম>সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। এ’সময়, ২০ অক্টোবর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এলাকার সাধারণ মানুষদের নিয়ে সভা করারও ঘোষণা দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কোন রাজনৈতিক পরিচয় নেই। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছাত্রীদের উপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।