ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

ঢাকা উত্তরে কাউন্সিলর হলেন যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ওয়ার্ডগুলোর কাউন্সিলর পদের নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন এদের বেশির ভাগই আওয়ামী লীগের। এমনকি এই নির্বাচনে বড় প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়নি তাদের। আসুন যেনে নিই।

নতুন সাধারণ ১৮টি (৩৭ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড) এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ৬টি (সংরক্ষিত ১৩ থেকে ১৮ নম্বর ওয়ার্ড) মিলিয়ে মোট ২৪টি ওয়ার্ডে বেসরকারিভাবে বিজয়ীর নাম পাওয়া গেছে।

গতকালের নির্বাচনে উত্তর সিটি করপোরেশনে কাউন্সিলর পদে বেসরকারিভাবে বিজয়ীরা হলেন-৩৭ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (ঠেলাগাড়ি), ৩৮ নম্বর ওয়ার্ডে শেখ সেলিম (লাটিম), ৩৯ নম্বর ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম (ঠেলাগাড়ি), ৪০ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম ঢালি (রেডিও), ৪১ নম্বর ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম (ঠেলাগাড়ি), ৪২ নম্বর ওয়ার্ডে ফারুক আহমেদ (ঘুড়ি), ৪৩ নম্বর

ওয়ার্ডে হেলাল উদ্দিন (লাটিম), ৪৪ নম্বর ওয়ার্ডে ্ত্ত্ত্ত্ত্ত্ত, ৪৫ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদিন (ঠেলাগাড়ি), ৪৬ নম্বর ওয়ার্ডে সাইদুর রহমান সরকার (ঝুড়ি), ৪৭ নম্বর ওয়ার্ডে মোতালেব মিয়া (ঝুড়ি), ৪৮ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান দেওয়ান (ঠেলাগাড়ি), ৪৯ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান নাঈম (ঘুড়ি), ৫০ নম্বর ওয়ার্ডে ডি এম শামীম (লাটিম), ৫১ নম্বর ওয়ার্ডে মোহাম্মাদ শরীফুর রহমান (ব্যাডমিন্টন র‌্যাকেট), ৫২ নম্বর ওয়ার্ডে ফরিদ আহমেদ (লাটিম), ৫৩ নম্বর ওয়ার্ডে মো. নাসির উদ্দিন (ঘুড়ি) এবং ৫৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন (ঝুড়ি)।

সংরক্ষিত নারী ওয়ার্ড :১৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে মোসা. মাহফুজা ইসলাম (জিপগাড়ি), ১৪ নম্বর ওয়ার্ডে কামরুন নাহার (চশমা), ১৫ নম্বর ওয়ার্ডে সোনিয়া সুলতানা রুনা (আনারস), ১৬ নম্বর ওয়ার্ডে ইলোরা পারভীন (বেহালা), ১৭ নম্বর ওয়ার্ডে জাকিয়া সুলতানা (চশমা) এবং ১৮ নম্বর ওয়ার্ডে কমলা রানী মুক্তা (জিপগাড়ি) বিজয়ী হয়েছেন।

 

টিআর/