ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ২ ১৪৩২

চট্টগ্রামে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ২ ছাত্রীর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৫:২৫ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার

চট্টগ্রামের আনোয়ারার শঙ্খ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে দুই ছাত্রী জান্নাতুল মাওয়া এবং হনুফা আখতারের মরদেহ ভেসে উঠে নদীতে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। পরে তাদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে আনোয়ারার তৈলারদ্বীপ থেকে বাঁশখালীর খানখানাবাদের একটি মাদ্রাসায় যাওয়ার পথে চর জুঁইদন্ডী ঘাটে নৌকাডুবিতে দুই ছাত্রী নিখোঁজ হয়।