ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

মাইকেল জর্জ মিজানিনর জন্মদিন আজ

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৪:১৭ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার

মাইকেল জর্জ মিজানিন আমেরিকান পেশাদার কুস্তিগির। পাশাপাশি টেলিভিশনে রিয়েলিটি অনুষ্ঠানে অভিনয়ও করেন এই তারকা। ১৯৮০ সালে আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের পার্মা শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম মাইকেল জর্জ মাইক মিজানিন। দর্শক ও সহকর্মীরা ভালোবেসে মিজ নামেই ডাকেন তাকে। স্কুল বয়সে বাস্কেটবল খেলার সময় দলের অধিনায়কের দায়িতœ পালন করতেন তিনি। এর পাশাপাশি সাতারও আগ্রহ ছিলো তার। তবে, বাস্কেটবলেই স্কুলে বেশ সুনাম কুড়িয়েছেন মিজ। আর ২০০৩ সালে প্রথম পেশাদার কুস্তিগির হিসেবে অভিষেক হয় তার। এরআগে, ২০০১ সালে ডব্লিউডব্লিউই টাফ ইনাফ প্রতিযোগীতায় প্রথম বারের মতো রানার্স আপ হয়ে সবার নজরে পরেন। ৬ ফিট ২ ইঞ্চির এই দীর্ঘ দেহীর কুস্তিগির খুব কম সময়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন লাক্ষো দর্শকের মন।  এরপর কুস্তিগিরে তালিম নেন আল স্নো, বিল ডেমোট ও  আল্টিমেট প্রো রেসলিং এর কাছ থেকে। পরবর্তীতে নিজেকে আরো দক্ষ করতে খেলেছেন ডিপ সাউথ রেসলিং ও অহিও ভ্যালি রেসলিংয়ে। এপর্যন্ত ১৪ বার ডব্লিউডব্লিইই চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে তোলে নেন মিজ। আন ২৫ বার জিতেন ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন। এছাড়া, ১৪ বার  জিতেছেন  গ্রান্ড স্লাম চ্যাম্পিয়নশিপ। ২০০৮ সালে পেয়েছেন টাগ টিম এর স্লামি এওয়ার্ড।