ঢাকা, রবিবার   ২৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১২ ১৪৩১

সুদান প্রেসিডেন্টের দলীয় দায়িত্ব হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির নিজ দলের নেতৃত্ব তার ডেপুটির কাছে হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।

বেশ কিছুদিন ধরে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ চলছিল। গত সপ্তাহে এক পর্যায়ে জরুরি অবস্থা জারি করেন ওমর আল বশির।

ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ওমর আল বশির তার দলীয় দায়িত্ব আহমেদ হারুনের কাছে হস্তান্তর করেছেন।

বিবৃতিতে বলা হয়, দলের কনভেনশনে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট না হওয়ার আগ পর্যন্ত আহমেদ হারুন ক্ষমতাসীন এনসিপির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০২০ সালে দেশটিতে প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র- মিডলইস্ট আই

আরকে//