শার্শায় শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত : ০৬:৪০ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার | আপডেট: ০৬:৪২ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার

যশোরের শার্শা উপজেলায় ট্রাক, ট্র্যাংক, লরী, কাভার্ডভ্যান, ট্যাক্টর শ্রমিকদের নিয়ে নতুন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২ মার্চ) সকালে বেনাপোল স্থলবন্দরের সামনে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সর্বসম্মতিক্রমে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন কমিটির নাম ঘোষণা দেন। শ্রমিক নেতা মনিরুজ্জমান ঘেনাকে সভাপতি ও শাহিন আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যর কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার (১ মার্চ) যশোর জেলা ট্রাক-ট্যাংক-লরীর নির্বাচন অনুষ্ঠিত হয়।
শ্রমিক ইউনিয়ন এর প্রধান কার্যালয় ঝিকরগাছায় বেনাপোল,শার্শা, নাভারন ও বাগআঁচড়ার শ্রমিকদের ভোট প্রদানে বাঁধা সৃষ্টি করলে শ্রমিকদের একাংশ ভোট বর্জন করে মিছিল ও ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করে। পরে শ্রমিকরা স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনকে বিষয়টি অবহিত করে আলাদা শার্শা উপজেলা শ্রমিক সংগঠন করার দাবি জানালে তিনি সম্মতি দেওয়ায় নতুন এই কমিটি গঠন করা হয়। এছাড়া ৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়রম্যান মেহেদী হাসান, যশোর জেলা শিক্ষাবিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক সরদার, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, সীমান্ত বাস মালিক সমিতির যশোর জেলার যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সুমন, ট্রাক ও ট্র্যাংক লরীর নাভারন শাখার কবির হোসেন প্রমুখ। নতুন শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটি ও সাধারণ শ্রমিকেরা বেনাপোল বাজার থেকে চেকপোষ্ট পর্যন্ত এক বিশাল আনন্দ র্যালি বের করে।
কেআই/