ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ২ ১৪৩২

কিশোরগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট।

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৯ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ০৯:৫৩ এএম, ৯ অক্টোবর ২০১৬ রবিবার

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খার তীরে বসেছে ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট। প্রায় ৫শ’ বছরের পুরনো এ হাটে পছন্দের ঢাকীদের বেছে নিতে দুরদুরান্ত থেকে আসছেন পূজার আয়োজকরা। ঢাক-ঢোলের বাজনা ছাড়া যেন পূর্ণতা পায়না দুর্গাপূজার আয়োজন। পূজার আয়োজন প্রাণবন্ত করতে তাই পূজার মৌসুমে ঢাকের হাট কটিয়াদীতে জড়ো হয় দেশের কয়েক জেলার ঢাকিরা। একই সাথে বাজনা বাজে হাজারো বাদ্যের। চাহিদা মত পূজারীরা তাদের পছন্দের বাদ্যযন্ত্র বায়না করে নিয়ে যান। ১৫ হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকায় ভাড়া হয় বাদকদলসহ যন্ত্র। বাজনার ঐতিহ্যবাহী এ হাট দেখতে প্রতিদিনই হাটে ভিড় করেন নানা বয়সী মানুষ। ১৬শ শতাব্দীর মাঝামাঝি রাজা নবরঙ্গ রায় চারিপাড়া গ্রামে প্রথম এ হাটের আয়োজন করেন। তখন থেকে শুরু করে আড়িয়াল খাঁ নদীর তীরে আজও পূজার মৌসুমে বসে এ হাট।