ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ২ ১৪৩২

জঙ্গিরা ইঁদুরের গর্তে লুকিয়ে থেকে বাংলাদেশের কোন ক্ষতি করতে পারবে না: বেনজির আহমেদ

প্রকাশিত : ১০:০০ এএম, ৯ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ১০:০০ এএম, ৯ অক্টোবর ২০১৬ রবিবার

জঙ্গিরা ইঁদুরের গর্তে লুকিয়ে থেকে বাংলাদেশের কোন ক্ষতি করতে পারবে না, তাদের গর্ত থেকে বের করে এনে নিশ্চিহ্ন করা হবে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যটালিয়নের মহাপরিচালক বেনজির আহমেদ। শনিবার রাতে নারায়ণগঞ্জের আমলাপাড়া পুজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সেসময় তিনি আরো বলেন, জঙ্গিরা আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসন করা হবে। দুর্গোৎসবের এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলা হয়নি। বাকি দিন এবং বির্সজনের দিনে সবকিছু স্বাভাবিক থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।