নিউজিল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে ভারত
প্রকাশিত : ১০:১৪ এএম, ৯ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ১০:১৪ এএম, ৯ অক্টোবর ২০১৬ রবিবার
ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে ভারত । কোহলির সেঞ্চুরিতে ।
দিন শেষে ৩ উইকেটে ২৬৭ রান তোলে স্বাগতিকরা । টস জিতে প্রথমে ব্যাট করতে নামা ভারতের শুরুটা খুব একটা ভালো হয়নি । দলীয় ২৬ রানে প্যাভিলিয়নে ফেরেন মুরালি ভিজে । ১০০ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন কোহলি ও রাহানে । এই জুটিতে দু জনে তোলেন ১৬৭ রান । কোহলি ১০৩ ও রাহানে অপরাজিত আছেন ৭৯ রানে । ১৯১ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে এ রান কনে কোহলি । কিউইদের হয়ে হেনরি নিয়েছেন ২টি উইকেট ।