ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

‘প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ৩ মার্চ ২০১৯ রবিবার

দেশের প্রতিটি উপজেলায় একটি করে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। আজ সংসদে সরকারি দলের সদস্য আহসান আদেলুর রহমানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সরকারের এই পরিকল্পনার কথা বলেন।

সরকারি দলের সদস্য আনোয়ার হোসেন খানের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দেশের ৬৪ জেলায় মাধ্যমিক বিদ্যালয়ে ‘সাংস্কৃতিক চর্চা’ কার্যক্রম পরিচালনা শুরু করেছে। এই কার্যক্রম পরিচালনার জন্য জেলাসমূহের ৭৬০টি মাধ্যমিক বিদ্যালয়ে ইতোমধ্যে হারমোনিয়াম ও তবলা সরবরাহ করা হয়েছে। প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষকদের সম্মানি প্রদান করা হয়।

এসএইচ/