ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৪০ জন নিহত

প্রকাশিত : ১০:১৭ এএম, ৯ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ১০:১৭ এএম, ৯ অক্টোবর ২০১৬ রবিবার

ইয়েমেনের রাজধানী সানায় একটি শেষকৃত্য অনুষ্ঠানে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার কর্মী ম্যাক গোল্ডরিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।  শনিবার বিকেলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন শতশত মানুষ। যাদের অধিকাংশই ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহী। অনুষ্ঠান চলার সময় সেখানে কয়েকদফা বিমান হামলা চালানো হয়। হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোটকে সহায়তার বিষয়টি আংশিক প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তবে হামলার দায় অস্বীকার করেছে সৌদি আরব।