ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সবাইকে যত্নশীল হতে হবে : শ. ম. রেজাউল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ৩ মার্চ ২০১৯ রবিবার

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমন্বিত একটি রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীলতা, মানবিকতা, নৈতিকতা ও মূল্যবোধকে জাগ্রত করতে হবে। সে বিষয়ে সবাইকে যত্নশীল হতে হবে।

আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর ৫৯তম সম্মেলন উপলক্ষে ড. প্রকৌশলী এম এ রশীদ স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শামীম জেড বসুনিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি প্রকৌশলী আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ।

প্রকৌশলীদের উদ্দেশ্যে গণপূর্ত মন্ত্রী বলেন, বাংলাদেশের এগিয়ে চলার ক্ষেত্রে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিকরা বিদেশে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন । নাসা থেকে শুরু করে অন্যান্য জায়গায় যে ভূমিকা রাখছে, তাতে বাংলাদেশের পরিসর, পরিধিকে তারা উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছেন।’

এসি