ঢাকা, সোমবার   ২৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৩ ১৪৩১

দেবী শেঠির পরামর্শে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে কাদেরকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার | আপডেট: ০৩:৫৯ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বেদী শেঠির পরামর্শে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক পরীক্ষা শেষ তিনি এই পরামর্শ দিয়েছেন। ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা বিমান বন্দরে নেওয়া হয়েছে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা দেয়া হবে। 

আরে আগে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে, এই নেতার শারীরিক অবস্থা ক্রমে উন্নতির দিকে যাচ্ছে। তাই ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওবায়দুল কাদেরের অবস্থা সকাল থেকে স্থিতিশীল। সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানোর মতো অবস্থায় আছেন তিনি।

কনক কান্তি বলেন, ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিতে চাইলে এখনই উপযুক্ত সময়। তাকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য সিঙ্গাপুরের হাসপাতালের প্রস্তুতি সাপেক্ষে তাকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে সকালে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে জানিয়েছেন কাদেরের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।

বিপ্লব বড়ুয়া আরও জানান, যেহেতু এখনও তিনি ক্রিটিক্যাল করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন, সে কারণে তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলেননি চিকিৎসকেরা।

প্রসঙ্গত, গতকাল রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। এরপর সেখানে আইসিইউতে চিকিৎসা দিতে দিতেই তার একটি হার্ট অ্যাটাক হয়। তারপর এনজিওগ্রাম করে দেখা যায়, তার হৃদযন্ত্রে তিনটি ব্লক রয়েছে, যার একটিতে স্টেন্টিং করে দেওয়া হয়।