শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅস্টমী
প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৯ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ০৩:৩৫ পিএম, ৯ অক্টোবর ২০১৬ রবিবার
শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅস্টমী। উৎসবমুখর পরিবেশে রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় কুমারী পূজার। নানা উপচার সহযোগে ফুল ও বিল্বপত্র দিয়ে ভক্তিভরে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। মহাঅস্টমী ও কুমারী পূজা শেষে হয় সন্ধি পূজা।
কুমারী পূজা মাতৃরুপে ঈশ্বরেরই আরাধনা। কুমারী প্রকৃতি বা নারী জাতির প্রতীক। তাই কুমারী বা নারীতে দেবীভাব আরোপ করে তার পূজা করা হয়। এক্ষেত্রে ভক্তের নিকট বিশ্বজনীন কুমারী নারীমূর্তির রূপ ধারণ করে।
অস্টমী পূজা শেষে দেবী রূপে কুমারীকে যখন মন্ডপে নিয়ে আসা হয়, ভক্তদের উলু ধ্বনি, ঢাকের বাদ্য, কাসর ঘণ্টা আর শঙ্খের মঙ্গল ধ্বনিতে মুখরিত হয় পূজা প্রাঙ্গন। কামনা করা হয় মানবজাতির মঙ্গল।
আর কুমারী রুপে জগৎ জননীর পূজায় পরম সৌভাগ্য লাভ হয়। এ কুমারী সমগ্র জগতের বাক্যস্বরুপা, বিদ্যাস্বরুপা। তিনি এক হাতে অভয় দান করেন অন্য হাতে বর দেন। তিনি সকল শুভ বিদ্যার প্রকাশিকা।
মহাঅস্টমীর পূজা শেষে হয় সন্ধি পূজা। অস্টমী তিথির শেষ ২৪মিনিট থেকে নবমী তিথির প্রথম ২৪ মিনিট পর্যন্ত সময়ের সংযোগস্থলে হয় এই পূজা। দেবীকে ১৬টি উপাচার নিবেদন শেষে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা ।