ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বিজিএমইএর নির্দেশনা হাইকোর্টে স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তত ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর নির্দেশনা ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তবে স্থগিতাদেশের বিষয়ে এখনও কোনো ডকুমেন্ট পায়নি বলে জানিয়েছে বিজিএমইএ।

নির্বাচনের তারিখ ঘোষণার পর প্রার্থীর সদস্যপদ বাতিলের উদ্যোগ কেন অবৈধ নয় সে বিষয়ে জাহাঙ্গীর আলম আজ সোমবারে হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত থেকে বিজিএমইএর ওই নির্দেশনার ওপর ৬ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। তবে স্থগিতাদেশের বিষয়ে এখনও কোনো ডকুমেন্ট পায়নি বলে জানিয়েছে বিজিএমইএ।

গত ১৭ ফেব্রুয়ারি বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ডিজাইন অ্যান্ড সোর্স লিমিটেড ও ডেনিম প্রসেসিং প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেড এ অ্যাপারেলসের চেয়ারম্যান কাজী মেহজাবিন মমতাজ এবং ওয়েমার্ট অ্যাপারেলস লিমিটেডের পরিচালক আয়েশা আক্তারের সদস্য পদ কেন বাতিল করা হবে না তার ব্যাখ্যা চাওয়া হয়। চিঠিতে ৪ মার্চ বিজিএমইএতে গিয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে স্বাধীনতা পরিষদের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি বিজিএমইএর আসন্ন নির্বাচনে একজন প্রার্থী। অথচ নির্বাচনের আগে আমার সদস্য পদ বাতিল কেন হবে না সে সংক্রান্ত চিঠি দেওয়া হয় আমাকে। এটা কি করে হয়!

তিনি বলেন, বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদে যারা রয়েছেন তারা আগামী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন। অতএব এই পর্ষদের অধীনে আমি ন্যায় বিচার পাবো না। তাই আমি মাননীয় উচ্চ আদালতের শরণাপন্ন হই। মাননীয় উচ্চ আদালত থেকে বিজিএমইএর এই নির্দেশনার ওপর ৬ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পর এই ধরনের উদ্যোগ বেআইনি। এছাড়া আমি লিখিতভাবে বলেছি, বিজিএমইএর ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো বক্তব্য কোথাও দেইনি। তাহলে কেন আমার সদস্য পদ বাতিলের কথা উঠবে। আমি হাইকোর্টে রিট করেছি। আমার সদস্যপদ বাতিলের বিষয়ে আজ (সোমবার) হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সদস্যপদ বাতিলের বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি ব্যারিস্টার আলতাফ হোসেনও নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিএমইএ থেকে জাহাঙ্গীর আলমের সদস্যপদ যাতে বাতিল না হয় সে বিষয়ে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনো তথ্য জানে না বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, তিনি (জাহাঙ্গীর আলম) হাইকোর্টে রিট করছেন কি না জানি না। তবে তিনি একটি চিঠি দিয়ে জানিয়েছেন পারিবারিক সমস্যার কারণে আজ বিজিএমইএতে উপস্থিত হতে পারবেন না। যেহেতু তিনি আমাদের একজন সম্মানীয় সদস্য, তাই তাকে বিজিএমইএতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য আরো এক সপ্তাহ সময় দেয়া হয়েছে।

বিজিএমইএ থেকে জাহাঙ্গীর আলমের সদস্যপদ বাতিলের নির্দেশনার ওপর হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেয়া হয়েছে বিষয়টি জানেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইকোর্ট থেকে কি আদেশ আসছে সে বিষয়ে জানি না। এমন কোনো তথ্য এখনও বিজিএমএইর কাছে আসেনি।

এর আগে গত ২ মার্চ বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে স্বাধীনতা পরিষদের উপর হামলার অভিযোগ তুলে দলটির নেতারা। বিজিএমইএ ভবনের ওই ‘হামলার’ সময় মনোনয়নপত্র জমার প্রমাণপত্রও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অন্তত ৪০ জন কারাখানা মালিক মনোনয়নপত্র দাখিল করতে গিয়েছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর ফেরার পথে তাদের উপর হামলা হয়।

আরকে//