আজমীর শরিফের ভ্রমণের জন্য পাকিস্তানিদের ভিসা বাতিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৮ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

ভারতের রাজস্থানে অবস্থিত হযরত খাজা মঈনুদ্দিন চিশতির দরগা আজমীর শরীফে অনন্য দেশের মুসলমানদের মতো পাকিস্তানি পুণ্যার্থীরাও ভ্রমণ করে থাকেন। চলতি বছর পাকিস্তানের ৫ শতাধিক নাগরিক আজমীর শরীফ যেতে ভিসার আবেদন করেছিলো। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ তাদের ভিসা আবেদন বাতিল করে দিয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে চলমান বৈরী সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে ওই পাকিস্তানিদের ভিসার আবেদন বাতিল করা হয়েছে।
এদিকে, ভারতীয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের কারণে সোমবার থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ভারতের সরকারের একটি সূত্রের অভিমত, ‘বেশ কিছু নিয়ম মেনে ওই ধরণের তীর্থযাত্রার ভিসা দেওয়া হয়। নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে দু`দেশের মধ্যে তীর্থযাত্রা বন্ধ রাখা হয়।`
এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, `অত্যন্ত দু:খের সাথে জানানো হচ্ছে, ৫০৩ জন পাকিস্তানি তীর্থযাত্রীকে ভিসা দিতে অস্বীকার করেছে ভারত। তাদের ১৯ থেকে ২৯ মার্চের মধ্যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় যাওয়ার কথা ছিল।`
(সূত্র: টাইমস অব ইন্ডিয়া)
কেআই/