ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ২ ১৪৩২

প্রজনন মৌসুমে ইলিশ ধরার উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করেলেও চলছে মাছ শিকার

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৯:৪৭ এএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার

প্রজনন মৌসুমে ইলিশ ধরার উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করেলেও ভারতীয় জেলেরা বাংলাদেশ উপকূলের জলসীমায় ঢুকে মাছ শিকারের আশংকা করছেন স্থানীয় জেলেরা।  বহিরাগতদের ঠেকাতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে বিদেশীদের অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কোস্টগার্ড। ইলিশ রক্ষায় প্রতিবছরই সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী প্রজনন মৌসুমে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকেন উপকুলীয় জেলার অধিকাংশ মৎস্যজীবী। তবে এসময় ভারতীয় জেলেরা বাংলাশের জলসীমার ভেতরে ঢুকে মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ তাদের। জেলেরা বলছেন, অনুপ্রবেশ ঠেকাতে পারলে ইলিশ আরো বেড়ে যাবে। বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি বলছে, এবার সরকারি নিষেধাজ্ঞা পালনে সমিতির পক্ষ থেকেও কঠোর সিদ্ধান্ত হয়েছে। অবশ্য এরই মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা অমান্যকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলছেন কর্মকর্তারা। এদিকে বিদেশী ট্রলার অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর আশ্বাস দেয়া হয়েছে কোস্টগার্ডের পক্ষ থেকে। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রজনন এলাকাগুলোতে মাছ শিকার পুরোপুরি বন্ধ রাখা গেলে, ইলিশের প্রজনন বহুগুণ বাড়বে বলেও আশা স্থানীয়দের।