ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশিত : ১০:১৪ এএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ১০:১৪ এএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফের ফিরতি লেগের ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরআগে ঢাকায় এ দু’দলের প্রথম লেগের ম্যাচটি গোলশূণ্য ড্র হয়েছিল। ফলে বাছাই পর্বে উঠতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই উভয় দলের কাছে। নিজেদের মাঠে একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট করে ম্যাচ ড্র করলেও, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সাত হাজার ফুট উঁচুতে ভেন্যু এমন প্রতিকুল পরিবেশও সুযোগ কাজে লাগিয়ে জয় পেতে চান হেমন্ত। তবে মা মারা যাওয়ার কারণে এ ম্যাচে মিডফিল্ডার মামুনকে পাচ্ছেন না কোচ সেইন্টফিট।  মামুন দেশে ফিরে এসেছেন।