ইংল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
প্রকাশিত : ১০:১৭ এএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ১০:১৭ এএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার
দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ। ম্যাচ জয়ের নায়ক মাশরাফি ব্যাট হাতে ৪৪ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪ উইকেট। জয়ের জন্য ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের র্দুদান্ত বোলিংয়ে ২০৪ রানে থামে ইংলিশদের ইনিংস। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী।
জ্যাক বলকে মোহাম্মদ নাসির তালুবন্দি করার সাথে সাথে উল্লাসে ফেটে পড়ল গ্যালারি সাথে আসলো বাংলাদেশের সিরিজ বাচানো জয় ।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রিত বাংলাদেশ। দারুন কোন সূচনা দিতে পারেন নি বাংলাদেশি ব্যাটসম্যানরা । আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস সাজঘরে ফেরেন ১১ রান করে । আগের ম্যাচের মত এ ম্যাচেও সুবিধা করতে পারেন নি তামিম ইকবাল । ১৪ রানেই আউট এই বা হাতি । মাঝে মুশফিক ও সাকিবের বিদায়ের পর দলের হাল ধরে রাখেন মাহমুদুল্লাহ।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করার পথে ৬টি চার মেরেছেন মিষ্টার কুল। শেষ দিকে মাশরাফি ঝড়ে ফাইটিং স্কোর পায় বাংলাদেশ। মাত্র ২৯ বলে ৪৪ বলের টর্নেডো ইনিংস খেলেন বাংলাদেশ দলপতি। ২টি চার আর ৩টি চারের মার ছিল ম্যাশের ইনিংসে। ২৭ রানে অপরাজিত থেকে সহায়তা করেছেন দলে ফেরা নাসির।
মাঝারি মানের জয়ের টার্গেট কে ইংলিশদের সামনে কঠিন করে তোলেন বাংলাদেশী বোলাররা। শুরুতেই মাশরাফির জোড়া আঘাত। ভিঞ্চকে ৫ রানে এবং জ্যাসন রয়কে ১৩ রানে ফেরত পাঠিয়ে ইংলিশদেও হুমকি দিয়ে রাখেন বাংলাদেশ দলপতি।
এরপর শুধুই যাওয়া আসার মিছিল। ২৬ রানে ৪ উইকেট হারিয়ে যেন ধুঁকছিল ইংলিশরা। মাঝে পঞ্চম উইকেট জুটিতে বেয়ারস্টোকে সাথে নিয়ে লড়াইয়ের আভাস দলপতি বাটলারের। ৭৯ রানের জুটি ভেঙ্গে বাংলাদেশকে কক্ষপথে ফেরান তাসকিন। সর্বোচ্চ ৫৭ রান করা বাটলারও শিকার তাসকিনের। শেষ দিকে টেল এন্ডাররা শুধুই পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। মাশরাফি ২৯ রানে রানে ৪ উইকেট নেয়া মাশরাফি হয়েছেন ম্যাচের সেরা ।